পুঁজিবাজারে আসছে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কার্যক্রম শুরু করেছে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। নির্ধারিত মূল্য পদ্ধতি (fixed-price) আইপিও’র আওতায় কোম্পানিটি শেয়ার ইস্যু করে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে চায়। আজ রোববার রাজধানীর পল্টনে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে রুটস ইনভেস্টমেন্ট লিমিটেডের সাথে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন সিএফও আখতারুজ্জামান, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আলী ও আইটি প্রধান গিয়াসউদ্দিন মোহাম্মদ মনসুর। অন্যদিকে রুটস ইনভেস্টমেন্টের পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সরোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন রুটস ইনভেস্টমেন্ট লিমিটেডের এডভাইজার মোহাম্মদ জিয়াউল হক খোন্দকার, কনসালটেন্ট মো. শাহ আলম, সিওও নোমানুর রশীদ, এসএভিপি সাদিয়া পারভীন, এভিপি সিরাজুল ইসলাম প্রমুখ।